এবারের ঢাকা উৎসবে লড়বে ইরানের ২৯ সিনেমা

ইরানি চলচ্চিত্র নির্মাতাদের ২৯টি চলচ্চিত্র এবারের ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগামী ২০ থেকে ২৮ জানুয়ারি বাংলাদেশের রাজধানীতে এই উৎসব অনুষ্ঠিত হবে।

এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে মোর্তেজা আতাশজমজমের “ফেরেশতে” এবং আলী বায়াতের “গ্রিন প্লাম সিজন” সহ চারটি ইরানি ছবি দেখানো হবে।

আতশজমজমের ‘ফেরেশতে’ ফেরেশতে নামে একজন নারীর গল্প নিয়ে তৈরি করা হয়েছে। তিনি স্বামী আমজাদের সাথে একত্রে তাদের ইচ্ছা অর্জনের জন্য কঠোর প্রচেষ্টা চালিয়ে যান।

বাংলাদেশে নির্মিত ৭৮ মিনিটের সিনেমাটির প্রধান অভিনয়শিল্পী জয়া আহসান ও সুমন ফারুক।
হামিদ জারগারনেজাদের ‘নম্বর টেন’ এবং হাসান কীঘোবাদির ‘দ্য জেন্টলম্যান’ও একই বিভাগে দেখানো হবে।

হামেদ রজবির ‘রোপওয়াকার মেমোরিজ’, হোসেন মির্জামোহাম্মাদির ‘দ্য লেদার জ্যাকেট ম্যান’ এবং মিত্র রুহিমানেশের ‘বাটারফ্লাই ম্যান’ সহ আরও আটটি চলচ্চিত্র সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে দেখানো হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news