জিতের সঙ্গে কাজ নিয়ে যা বললেন দেব
অনেকদিন ধরেই টলিউডের দুই সুপারস্টার দেব ও জিতকে এক ফ্রেমে দেখতে চান তাদেও অনুরাগীরা। কিন্তু কোনোভাবেই তাদের এক ছবিতে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কেন এক ছবিতে কাজ করছেন না তারা- প্রশ্ন অনেকের। এর আগে একাধিকবার এ প্রশ্নের সম্মুখীন হয়েছেন দেব। দিয়েছেন উত্তর। এবার ফের বিষয়টি নিয়ে মুখ খুললেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করছে কে কী বিষয়ে প্রস্তাব আনবে। আমি আগেও জিৎদার কাছে গিয়েছি প্রস্তাব নিয়ে, কিন্তু কাজ করা হয়নি। আমি তো অনেক নায়কের সঙ্গেই কাজ করেছি মিঠুন দা, বুম্বাদা (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়)। জিৎদার সঙ্গে কাজ করার খুব ইচ্ছা আছে। কিন্তু একজন সুপারস্টারকে ছবিতে নেওয়ার অর্থ তার চরিত্রকে জাস্টিফাই করতে হবে। যেমনটা প্রজাপতিতে মিঠুনদাকে করা হয়েছিল।’
এরপর দেব বলেন, ‘জিৎদার কাছে কোনও বিষয় থাকলে উনি আমায় জানাতে পারেন। আমিও করব। বিষয়টা খোলা থাকল।’
এরা আগে একবার শোনাগিয়েছিল একসঙ্গে কাজ করছেন দেব-জিৎ। সেসময় গুঞ্জনটি উড়িয়ে দিয়ে জিৎ বলেছিলেন, ‘যেসব গুজব চলছে সবই ভিত্তিহীন। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে শিগগিরই এমন কোনও সম্ভাবনা নেই। আমরা একসঙ্গে কোনও ছবি করছি না। অন্তত, আমার এই ধরনের কোনও বিষয় জানা নেই।’
দেব-জিতকে এক ছবিতে দেখা গিয়েছিল ২০১০ সালে। সে বছর ‘দুই পৃথিবী’ সিনেমায় পর্দা ভাগ করেছিলেন তারা। এরপর আর এক সিনেমায় দেখা যায়নি তাদের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


