সালমান খান কেনো জন্মদিন বাড়িতে পালন করলেন
বলিউডের ভাইজান সালমানখানের শুভ জন্মদিন ছিলো ২৭ ডিসেম্বর। প্রতি বছর এই দিনটা নিজের মতো করে পালন করেন তিনি। কিন্তু এই বছরটা ছিল অন্য রকম। বারবার হত্যার হুমকি সালমানকে, বাধ্য হয়েই জন্মদিনের আয়োজনের ভেন্যু পরিবর্তনের কঠিন সিদ্ধান্ত নিতে হয়। এমনটিই জানালো আনন্দবাজার পত্রিকার অনলাইন।
বৃহস্পতিবার অনলাইন সংস্করণের জানানো হয়, নিজের ফার্মহাউসে জন্মদিনের বিশেষ আয়োজন পালনের বদলে নিজ বাড়ীতেই জন্মদিন পালন করেন বলিউড সুপারষ্টার সালমান খান।
অনলাইন প্রতিবেদনে বলা হয়, ২৭ ডিসেম্বর জন্মদনেন সমাজমাধ্যমের পাতা ভরে উঠেছিল শুভেচ্ছার বন্যায়। সহকর্মী থেকে ভক্তরা সবাই প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রতি বছরই নিজের ফার্মহাউসে জন্মদিনের বিশেষ আয়োজন করেন নায়ক। কিন্তু এ বছর আর তেমনটা হল না। পরিবার এবং বন্ধুদের নিয়ে নিজের বাড়িতেই এই দিনটা পালন করেছেন তিনি।
এ বছরও নাকি পানভেলে নিজের ফার্মহাউসে বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছিলেন নায়ক। কিন্তু সব সময় তো পরিকল্পনা মাফিক সব কিছু হয় না। এ বার হল না তেমনটা। বছরের শুরু থেকে একের পর এক প্রাণনাশের হুমকি পেয়েছেন নায়ক। তার পর থেকে তাঁর পরিবারের সবাই খুবই চিন্তিত। সে জন্যই কোনও ফার্মহাউস নয়, নিজের বাড়িতেই পালিত হল সালমানের জন্মদিন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


