ক্লাসিক্যাল সংগীত শিখছেন আমির খান

প্রতিটি কাজ সর্বোচ্চ নিখুঁতভাবে করার চেষ্টার কারণে বলিউড আমির খানকে সবাই মিস্টার পারফেকশনিস্ট বলেই ডাকেন। সে হিসেবে তার সিনেমাগুলোও দর্শকের ভালোবাসা আর বক্স অফিসে সাফল্য পেয়েছে। কিন্তু শেষ দুটি ছবিতে হয়েছে ভরাডুবি। আর তাই অভিনয়কে বিরতি জানিয়েছেন তিনি। 

কিন্তু এই অবসর সময়ে চুপচাপ বসে নেই আমির খান। সময় দিচ্ছেন নিজেকে ও পরিবারকে। এর মধ্যেই নতুন একটি কাজে মগ্ন হয়েছেন তিনি। আর তা হলো ক্লাসিক্যাল সংগীতের দীক্ষা নেওয়া। অভিনেতার এক ঘনিষ্ঠজন গণমাধ্যমে বলেছেন, ‘আমির প্রতি দিন এক ঘণ্টা করে ক্লাসিক্যাল সংগীত শিখছেন। নিয়ম মেনে রোজ তালিম নিচ্ছেন একজন শিক্ষকের কাছে।’
সিনেমা থেকে বিরতি নেওয়ার পর আরও একটি কাজে হাত পাকিয়েছেন অভিনেতা। তা হলো- রান্না। নিজের মায়ের কাছ থেকেই তিনি রান্না শিখে নিয়েছেন।

জানা গেছে, ‘সিতারে জামিন পার’ নামের নতুন সিনেমার জন্যই রান্না ও সংগীত শিখছেন আমির। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এর আগে ছবিটি সম্পর্কে তিনি বলেছিলেন, ‘এই ছবি দর্শককে অনেক আনন্দ দেবে।’ 

উল্লেখ্য, আমির খানকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। অদ্বৈত চন্দন নির্মিত এই ছবি হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’র অফিসিয়াল রিমেক। ছবিটি নিয়ে আমির খানের বিপুল প্রত্যাশা থাকলেও বক্স অফিসে ব্যর্থ হয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news