জাস্টিন বিবার পক্ষাঘাতগ্রস্ত, ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে পপ তারকার
মুখের একটা অংশ অসাড় তাই চিকিৎসা চলছে তাঁর। ভক্তদের সঙ্গে এমন কথাই শুক্রবার শেয়ার করে নিলেন জাস্টিন বিবার (Justin Bieber)। দিনকয়েক আগেই ২৮ বছর বয়সী পপ গায়ক জানিয়েছিলেন যে, অসুস্থতার কারণে ওয়ার্ল্ড ট্যুর বাতিল করছেন তিনি।
কী হয়েছে পপ তারকার? সেই নিয়ে উদ্বিগ্ন ছিলেন তাঁর ভক্তরা। অবশেষে নিজের অসুস্থতার কারণ নিজেই জানালেন জাস্টিন। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, তাঁর মুখের একটা অংশ অসাড় (Facial Paralysis) হয়ে যাওয়ায় তিনি চিকিৎসা করাচ্ছেন।
তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছোট ভিডিও পোস্ট করে লেখেন, ‘ আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার একটি চোখ কাজ করছে না। তেমনই আমি আমার মুখের এই অংশে কোনও সাড়া নেই। নাকেরও একটা অংশ কাজ করছে না।’
তিনি আরও বলেন, ‘ আমার মুখের একদিকে সম্পূর্ণ পক্ষাঘাত হয়েছে। তাই যাঁরা আমার পরবর্তী শো বাতিলের জন্য হতাশ হয়েছেন, তাঁদের জানাচ্ছি শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণে আমি অনুষ্ঠান করতে পারছি না।’
তিনি আরও জানান, চিকিৎসকদের কথা অনুযায়ী তাঁকে এখন পুরো রেস্ট নিতে হবে। না হলে এই রোগের থেকে তাড়াতাড়ি মুক্তি মিলবে না। যেই খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বিগ্নতার ছবি দেখা দিয়েছে। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে