সংরক্ষিত এমপি হওয়ার দৌড়ে অভিনেত্রীরা

সদ্য সমাপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে শোবিজের অনেক তারকাই কিনেছিলেন মনোনয়ন ফরম। কিন্তু পেয়েছেন হাতে গোনা কয়েকজন। আর ভোটের শেষে বিজয়ীর সংখ্যা মাত্র দুই। তারা হলেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এবার নারীদের জন্য সংরক্ষিত ৫০ আসনের এমপি হতে দৌড় ঝাপ শুরু করেছেন অভিনেত্রীরা। এসব আসনে সাধারণ মানুষ ভোট দিতে না পারলেও নির্বাচিত সাংসদরা ভোট দিয়ে নির্বাচিত করবেন সংরক্ষিত এমপিদের। যার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রির মাধ্যমে।

সকাল ১০টায় আওয়ামী লীগের কার্যালয়ে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রি। প্রথম দিনই ফরম কিনতে ছুটে গেছেন অনেক নায়িকা-অভিনেত্রী। আগে থেকেই হাজির ছিলেন কেউ কেউ। যেমন কার্যক্রম শুরু হওয়ার ১৫ মিনিটের মধ্যেই ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা। বেলা ১১টায় ফরম কিনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এছাড়া এই দিনে ফরম কিনেছেন চিত্রনায়িকা শাহনূর (সৈয়দা কামরুন নাহার শাহনূর), অপু বিশ্বাস, মেহের আফরোজ শাওন, জাকিয়া মুন মাহা, ঊর্মিলা শ্রাবন্তী কর, তানভীন সুইটি।

[ফরম কেনার পর গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন এই তারকারা। তাদের মধ্যে নিপুণ বলেছেন, ‘প্রথমত দোয়া চাই সবার। প্রধানমন্ত্রী যদি যোগ্য মনে করেন, তাহলে তিনি অবশ্যই বিবেচনা করবেন।’  

শাহনূর বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আমি নিজেও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনীত করলে আমি তার কথা অনুসারে কাজ করতে চাই। নারীদের জন্য কাজ করতে চাই।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, ‘বগুড়ার জন্য মনোনয়নপত্র কিনলাম আমি। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি।’

অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর জানান, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত তিনি। এ জন্য মনোনয়ন পাবেন বলে অনেক প্রত্যাশী তিনি। তার রাজনৈতিক ক্যারিয়ার যেহেতু দীর্ঘদিনের, তাই তিনি আশাবাদী।

সোহানা সাবা বলেন, ‘আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের কথা ভাবলে আওয়ামী লীগের কথা ভাবতে হবে। আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, ইনশাল্লাহ আরও পাঁচ বছরও থাকবে। সেজন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে।’

তানভিন সুইটি বলেন, ‘আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী। একজন দলীয় কর্মী হিসেবে মনোনয়ন তুলেছি। আমি প্রত্যাশা করব আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে দলের হয়ে কাজ করব, দেশের মানুষের জন্য কাজ করব, শিল্পী-সাংবাদিকদের জন্যও কাজ করব।’

নবাগত নায়িকা জাকিয়া মুন মাহা বলেন, ‘প্রত্যাশা দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব। আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বাইরে তুলে ধরব। আমি মুক্তিযোদ্ধার সন্তান আমার বাবা বেঁচে নেই, তাই আমার সঙ্গে এলাকার অন্য মুক্তিযোদ্ধারা এসেছে তারাই আমার পরিবার। আমি আসলে এলাকার মানুষের চাওয়ায় মনোনয়ন ফরম তুলতে এসেছি।’

জানা গেছে, সংরক্ষিত আসনের এই মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম। বাকি দুই দিনে আরও কয়েকজন নারী তারকা মনোনয়ন কিনবেন বলেও শোনা যাচ্ছে।

news