অবশেষে মুক্তি পাচ্ছে ‘শ্যামা কাব্য’
গত বছরের ২৪ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল বদরুল আনাম সৌদ পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘শ্যামা কাব্য’। প্রচারণাও শুরু হয়েছিলো ছবিটির। কিন্তু হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে মুক্তি স্থগিত করেন সংশ্লিষ্টরা। দীর্ঘ পাঁচ মাসে ছবিটির মুক্তি অনিশ্চিত ছিলো। অবশেষে কাটলো সেই অনিশ্চয়তা। জানা গেছে, আগামী ৩ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।
এরই মধ্যে নতুন করে প্রচারণা শুরু করেছেন ছবির নির্মাতা-শিল্পীরা। প্রকাশ্যে আনা হয়েছে ছবির একমাত্র গান ‘পাখি যাও যাও’র স্যাড ভার্সন। এছাড়া সম্মিলিত আড্ডার কিছু ফুটেজও শেয়ার করছেন সংশ্লিষ্টরা। যেটার মাধ্যমে কাজটির অভিজ্ঞতা তুলে ধরছেন তারা।
‘শ্যামা কাব্য’র মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সোহেলকে বেছে নেওয়ার প্রসঙ্গে নির্মাতা সৌদ বললেন, ‘আমি আর সুবর্ণা (অভিনেত্রী ও সৌদের স্ত্রী) সোহেলের কাজ দেখছিলাম, ভালো লাগছিল। সেই জায়গা থেকে ওর সঙ্গে দেখা করার প্ল্যান হয়। তো যে দিন দেখা করবো, তার আগের দিন সোহেলের আরও একটি কাজ দেখি। তখনই মনে হয়, ওকে নেওয়া যায়। এভাবেই তার যুক্ত হওয়া।’
নীলাঞ্জনা তার যুক্ত হওয়ার স্মৃতি টেনে বলেন, ‘আমি এই ছবিতে সবার শেষে যুক্ত হয়েছি। তবে চিত্রনাট্য অনেক আগেই পড়েছিলাম। তখনই এই চরিত্রটির প্রতি আকর্ষণ বোধ করি। নিজ থেকেই কাজটি করতে চাচ্ছিলাম। পরে যখন ভাইয়া (নির্মাতা সৌদ) ফোন করে জানান, আমাকে চূড়ান্ত করা হয়েছে, তখন তো খুব খুশি হয়েছিলাম।’
সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের গল্পে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, সাজু খাদেম, শাহাদাত হোসেন, এ কে আজাদ সেতু, শুভাশিস ভৌমিক প্রমুখ। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ছবিটি। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি