শাকিবকে নিয়ে নতুন দুই সিনেমা, থাকবে দেশের নায়িকা

পরপর দুটি ছবির সাফল্যের পর এখন তুফান সিনেমার শুটিংয়ে ব্যস্ত শাকিব খান। এরইমধ্যে জানা গেল নতুন ছবির খবর। ভার্সেটাইল মিডিয়ার আরও দুটি সিনেমায় দেখা যাবে কিং খানকে। সঙ্গে থাকবে দেশের নায়িকা। একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক আরশাদ আদনান।

শাকিবকে নিয়ে দুটি নতুন সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি। একটি আগামী রোজার ঈদে মুক্তির জন্য, অন্যটি পয়লা বৈশাখে। প্রিয়তমা ও রাজকুমার পরিচালনা করেছিলেন হিমেল আশরাফ। তবে এবার আসবেন অন্য পরিচালক।

জানা গেছে, আদনানের প্রযোজনায় ‘সাহেব’ নামের সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা সাইফ চন্দন। অন্যটির নির্মাতা কে, তা জানাতে চাননি আদনান। তিনি নিজেও সিনেমাটি পরিচালনা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

এদিকে পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, সাহেবের চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ। লেখা প্রায় শেষ। শাকিব এখন ভারতে ব্যস্ত আছেন ‘তুফান’ সিনেমার শুটিংয়ে। তিনি ফিরলেই শুটিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

প্রিয়তমা ও রাজকুমারে শাকিবের বিপরীতে বিদেশি নায়িকা দেখা গেলেও এবার থাকছে দেশি নায়িকা। বিষয়টি নিয়ে আরশাদ আদনান জানান, যিনি এর আগে শাকিবের সঙ্গে কাজ করেননি তেমন একজনকে দেখা যাবে। সেইসঙ্গে খোলাসা করেননি অন্য ছবির ব্যাপারটি। শুধু বলেছেন, ‘এ বিষয়ে অফিশিয়াল স্টেটমেন্ট দেব আমরা। এক সপ্তাহের মধ্যে ঘোষণা আসবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news