বাংলাদেশের সঙ্গে আমার আত্মার সম্পর্ক: পরমব্রত
টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দুই বাংলাতেই তার জনপ্রিয়তা রয়েছে। কাজ করেছেন বাংলাদেশের সিনেমাতেও। এবার তাকে দেখা যাবে বাংলাদেশ সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ অবলম্বনে তৈরি একটি ফটো স্টোরিতে। ফৌজিয়া জাহানের তোলা ছবিতে অমিত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও লাবণ্য হয়েছেন ড. শ্রেয়া সেন। এ ছাড়া শোভন লাল হিসেবে দেখা যাবে শাশ্বত দত্তকে।
প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্কটা পেশাদারি নয়, আত্মার। এর আগে বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছি। তবে এবারের কাজটি একেবারেই নতুন অভিজ্ঞতা আমার জন্য। ছবির মাধ্যমে গল্প বলা। একটা ফটো স্টোরিতে তুলে ধরা হয়েছে শেষের কবিতা। নতুন এই প্রচেষ্টা যারা করেছেন, তাদের ভাবনাকে আমি সাধুবাদ জানাই। সেটাকে সমর্থন করতে এই কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়া।’
শিগগিরই বিশেষ এ আয়োজনটি প্রকাশ করা হবে বলে জানা গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি