বাবা দিবসে আসছে ‘বাবা তুমি আমার’
বটবৃক্ষের মতোই সারা জীবন ছায়া দিয়ে রাখেন একজন বাবা। তার আদরে স্নেহে, শাসনে, মায়া, মমতায় বেড়ে ওঠে একজন সন্তান। এই বটবৃক্ষের নিচে যেন একটি চারা গাছ থেকে পরিপূর্ণ বৃক্ষে রূপান্তরিত হয় প্রতিটি সন্তান। এবার সেই বাবাকে নিয়েই গান লিখে সুর করেছেন সামিনা সালাম।
আসছে বাবা দিবসে অনলাইন দুনিয়ায় অবমুক্ত হতে যাচ্ছে সামিনা সালাম ‘বাবা তুমি আমার’ শিরোনামের গানটি। এটি ভিডিওচিত্র আকারে মুক্তি পাবে গীতিকারের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সামিনাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। এছাড়া ১৩জুন গানটি চ্যানেল আইতে সম্প্রচার করা হবে।
ফুয়াদ নাসের বাবুর কম্পোজিশনে এই গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী লিজা ও রফিকুল আলম। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মাসুম বাশার, শাকিলা পারভিন, রবিউল রুদ্র এবং গৃহী। নির্দেশনা দিয়েছেন আহমেদ সুস্ময়। ক্যামেরায় ছিলেন হসেইন আরমান। গান ও মিউজিক ভিডিওর প্রযোজনাও করেছেন সামিনা সালাম।
গানটির গীতিকার সামিনা জানান, ‘গানটির কথা ও সুরে ভিন্নতা রয়েছে। তাই সবার ভালো লাগবে বলে আশাকরি। এ কাজে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি নুৎফা এবং ফারহান চৌধুরীকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি