শিক্ষার্থীদের দাবির পক্ষে রাজপথে সরব শিল্পী সমাজ 

কোটা আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রতিবাদ জানাতে ও তাদের দেওয়া ৯ দফা দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে দ্বিতীয় দিনের মত রাজপথে নেমেছে শিল্পীরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের সহিংসতা হত্যা গণগ্রেপ্তার হয়রানীর প্রতিবাদ জানিয়েছে তারা।

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের সামনে সকাল থেকেই জরো হন শিল্পীরা। এরপর তারা একটি মিছিল করেন এবং স্লোগানে স্লোগানে শিক্ষার্থী নিহতের ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন।  

এদিকে, একই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একইসঙ্গে সাংস্কৃতিক সমাবেশ করেছে সংগঠনটি। বেলা ১১ টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে তারা।  

সাংস্কৃতিক সমাবেশে বক্তারা কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশে ছাত্র এবং সাধারণ নাগরিকদের হত্যার প্রতিবাদ জানান। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এর আগে বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে ‘শিল্পী সমাজের’ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন রাজধানীর ফার্মগেট এলাকায় মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের তারকা শিল্পীরা এতে অংশ নেন। ‘ভয়হীন-ন্যায্য-মানবিক মর্যাদার বাংলাদেশ চাই’, ‘সব হত্যাকাণ্ডের বিচার করো’, ‘হত্যা-সহিংসতা-গণগ্রেফতার-হয়রানি বন্ধ কর’ স্লোগান দেন শিল্পীরা।

news