তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা সৃজিতের
ছবি এঁকে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে প্রতিবাদ করেছে তাহসান কন্যা আইরা। তাহসান-মিথিলার সন্তান হলেও আইরা ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের খুব পছন্দের। আইরাকে সব সময় নিজের মেয়ে বলেই মনে করেন তিনি। আর সেই কারণেই মেয়ের আঁকা প্রতিবাদী ছবির কারণে গর্বে বুক ফুলে উঠেছে তার।
সামাজিক মাধ্যমে এবার আইরার সেই আঁকা ছবি শেয়ার করেন পরিচালক। একই সঙ্গে মা-বাবা তাহসান-মিথিলাকে বিশেষ বার্তা দিলেন সৃজিত।
পরিচালকের শেয়ার করা আইরার হাতে আঁকা ছবিতে দেখা যায়, রাস্তায় কিছু মৃতদেহ পড়ে রয়েছে। একপাশে কিছু মানুষের জমায়েত। তাদের কারও হাতের পোস্টারে ইংরেজিতে লেখা- ‘আমরা বিচার চাই।’ আবার কোনো ব্যানারে লেখা- ‘আমরা স্বাধীনতা চাই।’ ছবিটির একেবারে ওপরের দিকে বাংলাদেশের দেশাত্মবোধক গানের লাইন- ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’
ছবি শেয়ার করে সৃজিত মুখোপাধ্যায় লিখেছেন, ‘এটাই সম্ভবত আমার খুদে রাজকন্যার আঁকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি। ঠিক ওর জন্য যতটা গর্ব হয়, ততটাই গর্ববোধ করি ওর মা-বাবা মিথিলা এবং তাহসানের জন্য। গোটা পরিবার ওকে খুব সুন্দর করে বড় করে তুলেছে।’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জ্বলে উঠেছিল দেশ। তবে এখন কিছুটা শান্ত হলেও ছাই চাপা আগুনের মতো প্রতিবাদের রেশ এখনও বর্তমান। বৃহস্পতিবার সকালে ঢাকার ফার্মগেটে প্রতিবাদী মিছিল হয়েছিল। সেখানে মিছিলে হাঁটতে দেখা যায় অভিনেতা মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, রাফিয়াত রশিদ মিথিলা, আশফাক নিপুণ থেকে সোহেল মণ্ডলের মতো একাধিক শিল্পীকে।