সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ কেন এ কথা লিখলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী? এই মন্তব্যের হেতু নিজেই ব্যাখ্যা করলেন। চারপাশে ঘটে যাওয়া অমানবিক ঘটনাগুলো সব সময়ই ভাবায় এই অভিনেত্রীকে। সে ঘটনাগুলোর প্রতিবাদ করেই নির্যাতিত মানুষের পক্ষে এ মন্তব্য করেছেন।

সম্প্রতি এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়। ঘটনাটি আলোচনায় আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই গৃহকর্মী ও নির্যাতনকারীর ছবি বেশ কয়েক দিন ধরেই ফেসবুকে দেখেছেন। অমানবিক এ ঘটনা নিয়ে তিনি লিখেছেন, ‘এ ছবিটি কয়েক দিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।’

মেহজাবীনের পোস্ট করা দুটি ছবির একটিতে লেখা, ‘বাস্তব জীবনে একজন ভালো মানুষ হন, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।’ এটি যিনি পোস্ট করেছেন, তিনি সেই গৃহকর্মী নির্যাতনকারী। যে নির্যাতনের ঘটনার এখনো তদন্ত চলছে। পাশের ছবিটি নির্যাতিত গৃহকর্মীর।

সচেতন করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে।’

যাঁরা গৃহকর্মীর সাহায্য নেন, তাঁদের সহমর্মী হওয়ার কথা জানান জনপ্রিয় এই অভিনেত্রী। প্রয়োজনে বোঝাপড়ার কথাও বলেন। মেহজাবীন বলেন, ‘তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন, আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।’

অনলাইনে প্রায়ই মানুষ ভান করে। যা প্রকাশ করে তা সত্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বড় কথার চেয়ে এই অভিনেত্রী বিশ্বাস করেন কাজই বেশি শক্তিশালী। ‘সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ।’ বলেন মেহজাবীন। 

news