অভিনয়ে ফিরছেন ‘রাম তেরি গঙ্গা মৈলী’ ছবির নায়িকা মন্দাকিনী
‘রাম তেরি গঙ্গা মৈলী’ ছবিটি মুক্তি পেয়েছে ১৯৮৫ সালে। এ ছবিতে তিনি গঙ্গা সিং চরিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৯৬ সালে শোবিজ জগত ছেড়ে চলে যান। তিনি খুব শিগগিরই ‘মা ও মা’ নামে একটি মিউজিক ভিডিওতে কাজ করবেন। এই ভিডিওটির অন্যতম বৈশিষ্ট্য হলো, তার সঙ্গে মিউজিক ভিডিওতে থাকছে তার ছেলে রাব্বি ঠাকুরও। বলিউড হাঙ্গামা
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্দাকিনী বলেন, ‘মা ও মা’ একটি চমৎকার গান। প্রথম শোনাতেই তিনি গানটির প্রেমে পড়ে যান। গানটির প্রধান চরিত্রে তার ছেলে থাকছে বলে তার সেটা আরো ভালো লাগছে। এ মাসের শেষের দিকে সাজন আগারওয়ালের পরিচালনায় গানটির চিত্রায়ন শুরু হবে।
মন্দাকিনীর প্রত্যাবর্তনের বিষয়টি মঙ্গলবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হলুদ স্যুট পরে আসা মন্দাকিনীকে বেশ আকর্ষণীয় মনে হচ্ছিল। মঙ্গলবার ‘মা ও মা’ গানটির একটি পোস্টার শেয়ার করে মন্দাকিনী লেখেন ‘কামিং সুন।’