ঢিলেঢালা জ্যাকেট, বাগানে একলা দাঁড়িয়ে ছোট্ট মেয়ে! এই বলি অভিনেত্রীকে চিনতে পারছেন?
ছিমছাম বাগানে জ্যাকেট পরে একলা দাঁড়িয়ে আছে ছোট্ট মেয়েটা (bollywood)। কোনও এক পোষ্যকে খাবার খাওয়াতে ব্যস্ত। দেখলে মনেই হবে না এই ছোট্ট মেয়েটা একসময় দাপিয়ে বেড়াবে বলিউডে।
ছবিটা কার, চিনতে পারছেন কি ?ঠিকই ধরেছেন। এটা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। মুখের আদলে এখনকার ছবির সঙ্গে এই ছোটবেলার ছবির মিল রয়েছে বিলক্ষণ। বলিউড সেলিব্রেটিদের পুরনো অচেনা ছবি দেখলে উৎসাহিত হয়ে ওঠেন ভক্তরা। ক্যাটরিনার এই ছবিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
শুক্রবার ছবিটি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। ছবিতে দেখা যাচ্ছে, ক্যাটরিনার পরনে জিন্সের জ্যাকেট। কিন্তু সেই জ্যাকেট এতটাই ঢোলা, যে সহজেই বোঝা যায় সেটা তার নিজের জ্যাকেট নয়। তবে রূপ সেই ওভারসাইজড জ্যাকেট থেকেও ঠিকরে বেরোচ্ছে।
ছবিটি পোস্ট করে ক্যাটরিনা (Katrina Kaif) লিখেছেন, তখনও আমি ওভারসাইজড জামা পরতাম।
ছবিতে ভালবাসার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন ক্যাটরিনার স্বামী ভিকি কৌশল। এছাড়া করিশ্মা কাপুর, শ্বেতা বচ্চন নন্দার মতো তারকারাও মুগ্ধ হয়েছেন ছোট্ট ক্যাটরিনার এই মন ভাল করা ছবি দেখে। সকলেই ভাললাগার কথা জানিয়েছেন কমেন্ট বক্সে।
গত বছর রাজস্থানের বিলাসবহুল দুর্গে গাঁটছড়া বেঁধেছেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ। তারপর থেকে এই নতুন তারকা দম্পতিকে নিয়ে বলিউডে চর্চার শেষ নেই। ক্যাটরিনার এই পুরনো ছবি এবং তাতে ভিকির কমেন্ট দেখে দুই তারকার অনুরাগীরা উৎসাহিত হয়েছেন।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২


