শাকিব খানকে মিস করছেন পূজা চেরী

যমুনা ফিউচার পার্ক শপিংমলের বিশ্বরঙ ফ্যাশন হাউজের শোরুমে ‘গলুই’ ছবির কর্নার উদ্বোবন কালে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, ‘শাকিব ভাই উপস্থিত থাকলে আমাদের ছবিটির প্রচারণার কাজ আরো বেগবান হতো।’ পরিচালক এসএ হক অলিক বলেন, ‘শাকিব খান একটি কাগজ হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন। সেই কাগজটি হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে সে দেশে এসে উপস্থিত হবেন। কথা ছিল ঈদের আগেই ফিরবেন। এখন ঈদের পর হবে।’ ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পূজা চেরি অভিনীত ‘গলুই’। তাই ঈদ উপলক্ষে এই ফ্যাশন হাউজটি উল্লিখিত সিনেমার নামসহ পোশাক বাজারে আনার বিষয়টি জানান দিতে ২৯ এপ্রিল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

তাতে ফ্যাশন হাউজের কর্ণধার বপ্লব সাহা জানান, বিশ্বরঙের নিজস্ব ডিজাইনে পাওয়া যাচ্ছে গলুই সিনেমার লোগো ও নানা দৃশ্য সজ্জিত পোশাক। এসব পোশারকের মধ্যে রয়েছে শাড়ি, টিশার্ট ও পাঞ্জাবী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজিজুল হাকিম, ঝুনা চৌধুরী, পূজা চেরী, সোহেল আরমান, ছবিটির টিম, পরিচালক এসএ হক অলিক এবং প্রযোজক খোরশেদ আলম খসরু। হলিউড বা বলিউডে চলচ্চিত্রের বিভিন্ন চরিত্র বা নাম নিয়ে পণ্য তৈরি আর বাজারজাত করা নতুন কোনো বিষয় নয়। বলতে তারই ধারাবাহিকতায় ‘গলুই’ ছবি নিয়েও একই আয়োজন হয়েছে।

এসএ হক অলিক বলেন, ‘আমি বিশ্বরঙ এবং বিপ্লব সাহা দাদাকে ধন্যবাদ জানাই আমাদের গলুইয়ের প্রচারণায় অংশগ্রহণ করায়। এদেশের অভিনব এই প্রচারণা ইতোমধ্যেই দর্শকের প্রশংসা পেতে শুরু করেছে।’ পূজা চেরী বলেন, ‘গলুই ছবিটি নিয়ে আমি খুবই এক্সসাইটেড। এই প্রেম ছাড়াও মৌলিক গল্পের মাধ্যমে একটি সময়ের গ্রামীণ ঐতিহ্যকে তুলে আনা হয়েছে।’ অনুদানের অর্থ সহযোগিতায় নির্মিত হয়েছে গলুই ছবিটি। শাকিব খান, পূজা চেরী ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন আলীরাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমূখ। 

 

news