‘দেখতে ভাল না’, বলিউডে এসেই শুনতে হয়েছিল অনুষ্কাকে! ফিরে দেখা ১৪ বছরের ঝলমলে কেরিয়ার
‘তানির চরিত্রে তোমাকেই নিচ্ছি। কিন্তু তোমাকে মনে রাখতে হবে তোমার রূপ অসাধারণ কিছু নয়। তাই সেই ঘাটতি পূরণের জন্য তোমায় খাটতে হবে।’
বলিউডে প্রথম ছবিতে সই করার আগে এই কথাগুলোই হজম করতে হয়েছিল অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। ‘রব নে বানা দি জোড়ি’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে বড় ব্রেক পেয়েছিলেন অনুষ্কা। পরিচলক আদিত্য চোপড়া ওই কথাগুলো তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন। ছবিতে ‘তানি’ চরিত্রে নজর কেড়েছিলেন অনুষ্কা। কিন্তু বি-টাউনে (bollywood) তখন তিনি ‘বহিরাগত’। একটু একটু করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে হয়েছিল এই তরুণ অভিনেত্রীকে। কাজের জায়গায় কেউ একচুল জমি ছেড়ে দেননি।
২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ ছবির হাত ধরে পরিচিতি পান অনুষ্কা (Anushka Sharma)। বলিউডে নিজের জায়গাটা পাকা করেন ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মধ্যে দিয়ে। রণবীর সিংয়ের প্রথম ছবি ছিল সেটাই। অনুষ্কাও সেই ছবির হাত ধরেই কেরিয়ারের গিয়ারে চাপ দেন।
এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। বলিউড দু’হাত ভরে দিয়েছে অনুষ্কাকে। কেরিয়ার একটু শক্তপোক্ত হতেই অনুষ্কা প্রযোজনায় হাত বাড়ান। ভাই কর্নেশের সঙ্গে মিলে খোলেন ‘ক্লিন স্লেট ফিল্মস’, অনুষ্কা শর্মার নিজস্ব প্রোডিউসিং হাউজ। এখান থেকেই জন্ম ‘ফিলাউরি’, ‘পরি’, ‘বুলবুল’ কিংবা ‘এনএইচ-১০’-এর মতো ছবির। ‘ফিলাউরি’র ভূত থেকে শুরু করে বরুণ ধাওয়ানের বিপরীতে ‘সুই ধাগা’ কিংবা ‘পিকে’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো মেনস্ট্রিম ছবি, বলিউডে অনুষ্কার (Anushka Sharma) চরিত্রে ভ্যারাইটি আছে মানতেই হবে।
বারবার নিজের প্রতিভাকে বাজি রেখে ‘এক্সপেরিমেন্ট’ করেছেন তিনি। যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলেছে সেই চরিত্রে। ঠিক যেমনভাবে অনুষ্কা কামব্যাক করতে চলেছেন ‘চাকদহ এক্সপ্রেসের’ হাত ধরে। মাঠে ভারতীয় মহিলা ক্রিকেটের রত্ন ঝুলন গোস্বামীর বায়োপিকের জন্য আজকাল দেদার ঘাম ঝরাচ্ছেন অনুষ্কা। তাঁর কাছ থেকে আরও একটা ‘সুপারহিট’ ছবির অপেক্ষায় রয়েছে বলিউড।
১৯৮৮ সালে আজকের দিনেই অযোধ্যায় জন্মেছিলেন অনুষ্কা। তাঁর বাবা সেনাবাহিনীতে ছিলেন। পরিবারের আর কারও সঙ্গেও বলিউড বা অভিনয় জগতের দূর-দূরান্ত পর্যন্ত তেমন কোনও সম্পর্ক ছিল না। ফলে বলিউডে তাঁর পথ মসৃণ হয়নি কখনওই। শুধুমাত্র পরিশ্রমকে বাজি ধরেই এগিয়েছেন অনুষ্কা। এসেছে সাফল্য।
বিরাট কোহলির সঙ্গে অনুষ্কা শর্মার সম্পর্কের শুরুটা হয় একটি শ্যাম্পুর বিজ্ঞাপন থেকে। ওই বিজ্ঞাপনে বিরাট আর অনুষ্কা একসঙ্গে কাজ করেছিলেন। সেই থেকেই আলাপ, ভাললাগা, দীর্ঘ প্রেমের পর সংসার। বিরাট-অনুষ্কার কোল আলো করে গতবছরের গোড়ায় আসে ছোট্ট ভামিকা। একরত্তি মেয়েকে নিয়ে এখন ভরাট সংসার তাঁদের।
চোখ ধাঁধানো কেরিয়ার, ঝলমলে সংসার- সবটাই পেয়েছেন অনুষ্কা। একসময় মডেলিং করতেন। মডেলিং জীবনে বহুবার ‘রিজেকশন’-এর মুখোমুখি হতে হয়েছে তাঁকে। কিন্তু কখনও তিনি ‘রিজেকশন’-এ ভেঙে পড়েননি। বরং ওই ব্যর্থতাগুলোই আরও বেশি করে সাহস জুগিয়েছে তাঁকে।
২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল অনুষ্কা শর্মাকে। তারপর সম্ভবত সংসারে মন দিয়েছিলেন বিরাট ঘরনি। পর্দায় দেখা না গেলেও ক্রিকেটের সূত্রে খবরে থেকেছেন বরাবর। চার বছর পর ‘চাকদহ এক্সপ্রেস’-এর হাত ধরে ফের বড়পর্দায় ফিরছেন অনুষ্কা। তাঁর কাজ দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।”খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


