মুক্তি পেল হোলি আর্টিজানের প্রেক্ষাপটে নির্মিত ‘ফারাজ’ সিনেমার ট্রেলার

ঢাকার হোলি আর্টিজানে সংগঠিত নৃশংস হামলার প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা ‘ফারাজ’। এই সিনেমার পরিচালক মুম্বাইয়ের হংসল মেহতা। সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। মুক্তির আগেই ভারত ও বাংলাদেশে আলোচনার জন্ম দেওয়া সিনেমাটি ভারতের সিনেমা হলে ৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘টি সিরিজ’।

ট্রেলারের শুরুতেই পর্দায় লেখা ওঠে ১ জুলাই ২০১৬, ঢাকা, বাংলাদেশ। এরপরই দেখানো হয় রেস্তোরাঁ, যেখানে অনেক বিদেশির আনাগোনা। হঠাৎই সেখানে হাজির হন সন্ত্রাসীরা, এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। তৈরি হয় ভয়াবহ পরিবেশ। সঙ্গে দেখানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও। প্রথমে পুলিশ, র্যাব পরে দেখানো হয় সেনাবাহিনীর তৎপরতাও। বাংলাদেশের ঘটনা নিয়ে সিনেমা হলেও বলিউড সিনেমাটির সংলাপ হিন্দি, পুরো ট্রেলারে বাংলা সংলাপ ছিল না।

মুক্তির আগে এক বিবৃতিতে হংসল মেহতা জানান, তরুণেরা কীভাবে সহিংসতায় জড়িয়ে পড়েন, তা আবিষ্কারের চেষ্টা করেছেন সিনেমায়। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসমসাহস ও মানবতার প্রয়োজন, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে সিনেমায়। সিনেমাটির প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। অনুভব সিনহা বলেন, ফারাজ এমন একটি গল্প, যা বলা খুব প্রয়োজন। এ বিশ্বকে নাড়িয়ে নেওয়া ঘটনাটি সুন্দর ও নিপুণভাবে তুলে ধরেছেন হংসল।

এনবিএস/ওডে/সি

news