শুটিং করতে গিয়ে অসুস্থ নায়িকা ববি

বরিশালের উলানিয়া দ্বীপে ‘মেঘনা কন্যা’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ৩টা ৫৭ মিনিটে ফেসবুকে অসুস্থতার খবর জানিয়েছেনে ববি নিজেই। লিখেছেন, আমার জন্য সবাই দোয়া দোয়া করবেন। গত এক সপ্তাহ ধরে আমি গুরুতর অসুস্থ। যে কারণে আমি কারো ফোন রিসিভ করতে পারিনি। ইনশাআল্লাহ, শিগগিরই দেখা হবে।

নায়িকা জানান, তিনি ব্রংকাইটিস ও নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন। নিজ বাসাতেই বিশ্রাম করছেন তিনি। ববির ভাষায়, জ্বর, কাশি, মাথাব্যথা দেখা দিলে শুটিং বাদ দিয়ে বরিশাল শহরে গিয়ে ডাক্তার দেখাই। চিকিৎসক পরামর্শ দেন, ধুলাবালি বা বাতাসে একদমই থাকা যাবে না। পরিচালকের সঙ্গে কথা বলে ২১ জানুয়ারি ঢাকা চলে আসি। হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিউমোনিয়া ধরা পড়ে। এরপর থেকেই বিশ্রামে আছি।

নায়িকা আরও বলেন, আগে অনেকবারই অসুস্থ হয়েছি। কিন্তু জীবনে এত বাজে পরিস্থিতি হয়নি। অনেক কষ্ট হচ্ছে। এ অসুখ কাহিল করে দিয়েছে। ঠিকমতো খাওয়া–দাওয়া করতে পারছি না। কিছুক্ষণ পর পরই নেবুলাইজার ব্যবহার করতে হচ্ছে।

গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্পে নির্মিত হচ্ছে ‘মেঘনা কন্যা’। এটি পরিচালনা করছেন ফুয়াদ চৌধুরী। প্রযোজনা করছেন কাজী সাইফুল ইসলাম। ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক। ববি অভিনীত দ্বিতীয় নারীপ্রধান সিনেমা এটি।

এনবিএস/ওডে/সি

news