ফারুকীর বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়া ব্যাক্তিকে স্ত্রীর তালাক!
গতানুগতিক ধারার বাইরে সিনেমা নির্মাণ করে নিজের অবস্থান তৈরি করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাকে নিয়ে আলোচন সমালোচনারও কমতি নেই। অনেকে গুণগান করলেও কেউ কেউ তার বিরোধীতাও করেন। তবে সেসব সমালোচনাকে গায়ে না মেখে নিজের গতিতেই কাজ করে যাচ্ছেন তিনি।
এক ব্যাক্তি আট মাস আগে সামাজিক মাধ্যমে ফারুকীর বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিলেন। সেসময় বিষয়টি তেমন কারো নজরে আসেনি। কিন্তু আট মাস পর সেই ব্যাক্তি স্ত্রী তাকে তালাক নোটিশ পাঠালে বিষয়টি সামনে আসে। আর এ বিষয়টিকে সামনে এনেছেন ফারুকী নিজেই।
১১ ফেব্রুয়ারি (শনিবার) রাতে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই ঘটনা তুলে ধরেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, জগত বিচিত্র। একজন ভক্ত-শুভানুধ্যায়ী আমাকে দুইটা স্ক্রিনশট পাঠিয়েছে। প্রথমটাতে দেখা যাচ্ছে, একজন লোক আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে- ‘ফারুকী খুব খারাপ লোক। তার নাটক-সিনেমা মানে পরকীয়া!’ দ্বিতীয় স্ক্রিনশটটা আট মাস পরের। সেখানে দেখা যাচ্ছে, ঐ লোকের বউ তাকে তালাকের নোটিশ দিয়েছে পরকীয়া করার অপরাধে। আমি জানি না, এই দুই স্ক্রিনশট কি বার্তা বহন করছে।
ফারুকীর কার সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, শুকরিয়া করেন ভাই। আপনার ভাগ্য ভালো তার বউ আপনাকে নোটিশ পাঠায় নাই, ‘ফারুকীর নাটক-সিনেমা দেখে আমার নাদান জামাইটা পরকীয়ায় ইন্সপায়ার্ড হয়েছে’ এই মর্মে। তার জবাবে ফারুকী লিখেছে, তা ঠিক! তখন দেখা গেলো তিনি আমাকেই তালাকের নোটিশ দিয়ে দিলো। আল্লাহ্ বাঁচিয়েছে।
এনবিএস/ওডে/সি


