ভারতে বাড়বে আইফোনের উৎপাদন, ৩০০ একর জমির ওপর তৈরি হচ্ছে কারখানা, লক্ষাধিক কাজের সুযোগ

 
ইঙ্গিত আগেই মিলেছিল এবার তা সত্যি হতে চলেছে। চিনের ওপর নির্ভরশীলতা কমানোর কথা আগেই জানিয়েছিল অ্যাপেল (Apple)। এবার চিনের পরিবর্তে আইফোনের (iPhones) প্রস্তুত হবে ভারতে। কর্নাটকে আইফোন তৈরির এক বিশাল কারখানা করার ভাবনাচিন্তা করছে ফক্সকন (Foxconn)।
শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ও কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, ৩০০ একর জায়গার ওপর আইফোন প্রস্তুতকারী কারখানা তৈরি করবে ফক্সকন। শুধু তাই নয়, এই কারখানা তৈরি হলে এক লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ হবে বলে দাবি করেন চন্দ্রশেখর ও বাসবরাজ।
ফক্সকন অ্যাপল ফোন তৈরিতে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে। কর্নাটক সরকারের তরফে জানানো হয়েছে, বেঙ্গালুরুতে ৩০০ একরের একটি জমি দেওয়া হয়েছে। শুক্রবারই ফক্সকনের ম্যানেজমেন্ট চেয়ারম্যান ইয়ং লিউ সহ ১৭ সদস্যের একটি দল প্রস্তাবিত জমিটি দেখতে আসেন।
লিউ বলেন, ‘বিনিয়োগ টানার ক্ষেত্রে বেঙ্গালুরু অনেকটাই এগিয়ে রয়েছে।’ আজই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবে ফক্সকনের একটি প্রতিনিধি দল। সেখানেই এই কারখানা তৈরির ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।
প্রসঙ্গত, আইফোন তৈরির ক্ষেত্রে আগেই বিশ্ববাজারে ধাক্কা খেয়েছিল চিন। ভারতের পড়শি দেশের ওপর এইক্ষেত্রে নির্ভরশীলতা কমানোর কথা বলে অ্যাপেল। চিনের ‘কোভিড শূন্য’ নীতির জন্য ২০২২ সালেও একই সিদ্ধান্ত নিয়েছিল অ্যাপেল।
জানুয়ারিতে প্রকাশিত ব্লুম্বার্গ এক রিপোর্টে দাবি করা হয়েছিল, বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে অ্যাপেল চাইছে চিনের বাইরে আইফোনের উৎপাদন ক্ষমতা বাড়াতে। সেদিক থেকে ভারতকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখতে চাইছে অ্যাপেল। এবার তাদের ভাবনা বাস্তবায়িত হতে চলেছে।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩/একে

news