তুমুল বৃষ্টির ‘অশনি’ সঙ্কেত! উপকূলের ধার ঘেঁষে এগোচ্ছে ঘূর্ণিঝড়, বাঁক নেবে কোনদিকে

 ঘূর্ণিঝড় ‘অশনি’ ঘুম উড়িয়েছিল আবহবিদদের। আন্দামান সাগর থেকে বঙ্গোপসাগর হয়ে উপকূলের দিকেই ধেয়ে আসছিল এই সাইক্লোন (Cyclone Asani)। তবে পরে জানা যায় ‘অশনি’ স্থলভাগের উপর আছড়ে পড়বে না। উপকূলের ধার ঘেঁষেই এগোবে (Weather Update)। এই ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে তুমুল বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের খুব কাছে চলে এসেছে অশনি (Cyclone Asani)। কাঁকিনাড়া থেকে ৩০০ কিলোমিটারের মধ্যেই এটি অবস্থান করছে। বঙ্গোপসাগরের উপর এই শক্তিশালী ঘূর্ণিঝড় মঙ্গলবার দুপুরের মধ্যেই সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কমে আসবে তার তীব্রতা। এরপর রাতেই এই ঘূর্ণিঝড় উল্টোদিকে বাঁক নেবে। শক্তিক্ষয় করে এগিয়ে যাবে বাংলাদেশের দিকে।  
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবারের মধ্যেই ‘অশনি’ (Cyclone Asani) শক্তি হারিয়ে নিম্নচাপের রূপ নেবে। তবে আপাতত এর জেরে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে। প্রবল বৃষ্টি হবে উপকূলীয় এলাকায়। ‘অশনি’র জেরে আগামী কয়েকদিন সমুদ্র থাকবে উত্তাল। এইসময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্রে স্নানের উপরেও। 
দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া এই পাঁচ জেলায় মঙ্গলবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভিজবে কলকাতাও। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। সঙ্গে থাকবে দমকা হাওয়া। খবর দ্য ওয়ালের / এনবিএস/২০২২/একে

news