বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সাম্প্রতিক বিতর্কও উঠে আসে।  

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, ভারতের লক্ষ্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও ইতিবাচক করা। তিনি বলেন, "বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান সবসময়ই স্পষ্ট। আমরা ইতিবাচক সম্পর্ক চাই। বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত করতে চাই। আমরা চাই, এই সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য কল্যাণকর হোক।"  

সম্প্রতি পশ্চিমবঙ্গের মালদা ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ কর্তৃক কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সে প্রসঙ্গেও জয়সওয়াল কথা বলেন। দিল্লি কর্তৃক ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমরা সীমান্ত নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সঙ্গে আগেও কথা বলেছি এবং আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আন্তঃসীমান্ত অপরাধ, চোরাচালান, এবং গবাদি পশুর পাচার বন্ধ করার লক্ষ্যে কাঁটাতারের বেড়া, লাইট এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপনে আমরা বদ্ধপরিকর।"  

তিনি আরও জানান, ভারত চায় একটি অপরাধমুক্ত সীমান্ত। এজন্য উভয় দেশের সহযোগিতা ও আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। 

news