ই-সেন্সাসে মোবাইলের মাধ্যমে তথ্য দেবেন অর্ধেক দেশবাসী, জানালেন অমিত শাহ
করোনার কারণে এখনও দেশে জনগণনা শুরু হয়নি। সময়ে সেই কাজ শেষ করা গেলে এতদিনে দেশের বর্তমান জনসংখ্যা জানা হয়ে যেত। কবে শুরু হবে জনগণনা?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানিয়েছেন, প্রস্তুতি জোরকদমে চলছে। শুরুর পর খুব বেশি সময়ও লাগবে না। কারণ, অর্ধেক দেশবাসী জনগণনা সংক্রান্ত তথ্য জানাবেন মোবাইলে। অর্থাৎ গণনাকর্মীরা সশরীরে তাঁদের বাড়িতে যাবেন না।
জনগণনা আইন অনুযায়ী নাগরিকেরা জনসুমারি সংক্রান্ত সঠিক তথ্য সরকারকে দিতে বাধ্য। গণনার কাজটি পরিচালনা করে থাকে স্বরাষ্ট্রমন্ত্রকের (Amit Shah) অধীন সেনসাস ডায়রেক্টরেট। সোমবার অসমে ওই রাজ্যের নতুন সেন্সাস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোবাইলে তথ্য সংগ্রহের কথা জানান।
আগেই জানানো হয়েছিল, এবার ই-সেন্সাস হবে। অর্থাৎ জনগণনা কর্মীরা হাতে ট্যাব নিয়ে বাড়ি বাড়ি যাবেন। কাগজে তথ্য লিখে আনার কাজে ইতি টানা হবে। ট্যাব থেকে তথ্য সেন্সাস ডিরেক্টরেটের সেন্ট্রাল সার্ভারে চলে যাবে বিশ্লেষণের জন্য।
গতকাল অমিত শাহ (Amit Shah) জানান, অর্ধেক দেশবাসীর কাছে গণনাকর্মীরা যাবেন না। তাঁরা মোবাইলে তথ্য পাঠিয়ে দেবেন। সেই মতো ব্যবস্থা করা হয়েছে। তৈরি হচ্ছে উপযোগী সফটওয়ার। অমিত শাহ (Amit Shah) বলেন, জন্ম-মৃত্যু সংক্রান্ত তথ্যও আগামী দিনে সরাসরি সেন্সাস তথ্য ভাণ্ডারে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ, সদ্যোজাত-র সংখ্যা যুক্ত হবে, বাদ যাবে মৃত মানুষের নাম।
আবার ১৮ বছর হওয়ার পর সেই নাগরিকদের নাম পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনকে। কমিশন বুঝতে পারবে, প্রতি বছর কত নতুন ভোটার হতে পারে। খবর দ্য ওয়ালের / এনবিএস/২০২২/একে