সাগরে আচমকা দিকবদল করল ‘অশনি’! তীব্র গতিতে ধেয়ে আসছে উপকূলের দিকে, জারি রেড অ্যালার্ট
সাইক্লোন ‘অশনি’ (Cyclone Asani) দিকবদল করে অন্ধ্র উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। এর জেরে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর (Weater Update)। বিশাখাপত্তনমের সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের তরফে বলা হয়েছে গত ৬ ঘণ্টায় গতিপথ পরিবর্তন করেছে ‘অশনি’। এতক্ষণ যে ঘূর্ণিঝড়ের অভিমুখ ছিল উত্তর-পশ্চিমে, এখন দিকবদল করে সেটি এগোচ্ছে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে (Andhra Pradesh)। এর ফলে এই ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশের উপকূল ছুঁতে পারে বলে মনে করা হচ্ছে। সেইমতো সতর্ক করা হয়েছে রাজ্যকে।
বিশাখাপত্তনম সাইক্লোন ওয়ার্নিং (Cyclone Asani) সেন্টারের তরফে বলা হয়েছে, কাঁকিনাড়া উপকূল স্পর্শ করবে ঘূর্ণিঝড় ‘অশনি’। এর ফলে ওই উপকূলে ঝড়বৃষ্টির দাপট শুরু হবে। কাঁকিনাড়া উপকূল স্পর্শ করার পর আর খুব বেশি স্থলভাগের ভিতরে ঢুকবে না এই ঝড়। এটি ফের সমুদ্রের দিকে ফিরে যাবে, অবস্থান করবে কাঁকিনাড়া ও বিশাখাপত্তনমের মাঝের সমুদ্রে।
প্রথমে মৌসম ভবনের তরফে বলা হয়েছিল, স্থলভাগে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই এই সাইক্লোনের। এটি উপকূল ঘেঁষে সমুদ্রের উপর দিয়েই বয়ে যাবে উত্তর পশ্চিমে। পরে মঙ্গলবার রাতের দিকে উত্তর পূর্বে বাঁক নিয়ে শক্তি হারাবে, তারপর এগোবে বাংলাদেশের দিকে।
কিন্তু দেখা যাচ্ছে, মঙ্গলবার রাতের মধ্যে উল্টোদিকে বাঁক নিয়ে নিয়েছে ‘অশনি’। ফলে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া উপকূল এটি স্পর্শ করতে চলেছে। সাইক্লোনের এমন বাঁকের পূর্বাভাস ছিল না আবহাওয়া দফতরের কাছে। ফলে অন্ধ্র উপকূলে জারি করা হয়েছে লাল সতর্কতা।
অন্ধ্রপ্রদেশের উপকূল ঘেঁষা জেলাগুলিতে ‘অশনি’র প্রভাবে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকালেই কাঁকিনাড়া উপকূলে পৌঁছে যাবে ঘূর্ণিঝড়। সেই অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনকে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে