কংগ্রেস নেত্রীর বিকৃত ভিডিও শেয়ার, গ্রেফতার রাজস্থানের এক ব্যক্তি
                                            
                                            
রাজনৈতিক ব্যক্তিত্বদের ছবি বা ভিডিও বিকৃত করে পোস্ট নতুন নয়। অন্য ছবির মধ্যে নেতা নেত্রীদের মুখ বসিয়ে বা কমিকসের মতো কোনও লেখা লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গ্রেফতার হয়েছেন অনেকেই। এবার রাজস্থানের প্রতাপগড়ে ঘটল এমনই এক ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর একটি বিকৃত ভিডিও (Morphed video) পোস্ট করার অভিযোগে রাজস্থানের (Rajasthan) প্রতাপগড় থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্তের নাম বিপিন কুমার সিং শান্ডিল্য। গত শনিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তাকে আগামী ১৪ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন। 

পুলিশ সূত্রের খবর, লতা শর্মা নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার (Man arrested) করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর (Sonia Gandhi) মর্ফড বা বিকৃত ভিডিও নজরে আসলে টুইটার কর্তৃপক্ষ বিপিন কুমারকে সতর্ক করে। কিন্তু তারপরও সেই ব্যক্তি ভিডিওটি ডিলিট না করায় ভিডিওটি টুইটার কর্তৃপক্ষ ডিলিট করে দেয়।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে
 

news