বিদেশিনীকে ধর্ষণ করে জেলবন্দি ছিল যুবক, প্যারোলে ছাড়া মিলতেই পিটিয়ে খুন করল দুই ‘বন্ধু’

এক বিদেশি মহিলাকে ধর্ষণে দোষী সাব্যস্ত হয়েছিল দিল্লির যুবক (Rape Convict)। গত সাত বছর জেলেই থাকার পরে কয়েক দিন আগে প্যারোলে ছাড়া পেয়েছিল মহম্মদ রাজা নামের ওই ব্যক্তি। তার পরেই দুই যুবক পিটিয়ে মারল (Beaten to Death) তাকে! অভিযুক্ত ভুরা এবং সরবন নামে দুই যুবকককে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালে ডেনমার্কের এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল মহম্মদ রাজা নামে ওই যুবকের বিরুদ্ধে। বিচারের পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তার পরে ২০১৬ সাল থেকে সাত বছর ধরে তিহাড় জেলে বন্দি ছিল সে। অর্ধেক সাজা কাটানোর পরে সম্প্রতি প্যারোলে ছাড়া পেয়েছিল সে।

জানা গেছে, প্যারোলে ছাড়া পাওয়ার পরে দিল্লির স্টেট এন্ট্রি রোডে তিন বন্ধুর সঙ্গে ছিল রাজা। রাস্তাতেই সারাদিন থাকত প্রায়। সে সময়েই ভুরা এবং সরবন নামে দুই যুবকের সঙ্গে আলাপ হয়েছিল রাজার। পরে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে ভুরা এবং সরবনের সঙ্গে বচসা হয় রাজার। সেই বচসা থেকেই হাতাহাতি, মারামারি।

অভিযোগ, সেই সময়েই ওই দুই যুবক ভুরা ও সরবন মিলে রাজাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পুলিশ এসে দেহ পরীক্ষা করে জানায়, ঘটনাস্থলেই মারা গেছে রাজা।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩ /একে

news