প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন প্রেমিকা, রাগে তাঁর বাড়িতেই বোমা ছুড়ল প্রেমিক
প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তরুণী (Bengal Crime)। রাগে প্রেমিকার বাড়িতেই বোমা ছুড়ে মারল প্রেমিক। শুক্রবার রাতে এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে। ঘটনায় গুরুতর জখম তরুণীর পরিবারের চার জন।
স্থানীয়রা বলছেন, পাণ্ডবেশ্বর থানার জামুড়িয়া ২ নম্বর ব্লকের ডোম-বাউড়িপাড়া এলাকার বাসিন্দা রাজীব বাউড়ির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুণীর। কিন্তু এক বছর আগেই তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। মেয়েটির পরিবারের দাবি, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য় জোর দিচ্ছিল রাজীব। কিন্তু মেয়েটি ফিরতে নারাজ ছিল। তাই মাঝেমধ্যেই মেয়েটিকে হুমকি দিত রাজীব। নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করত তাকে।
অভিযোগ, শুক্রবার রাতে মেয়েটির বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে রাজীব। তাতে আহত হন তরুণীর পরিবারের চার জন। গুরুতর জখম অবস্থায় তাঁদের বাহাদুরপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


