গম রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

গমের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। শুক্রবার (১৩ মে) ঘোষণার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এ নিষেধাজ্ঞা। 

ভারত সরকার জানিয়েছে, যেসব রপ্তানি চালানের ক্রেডিট লেটার বিজ্ঞপ্তির আগে ইস্যু করা হয়েছে, শুধু সেগুলোর চালান যেতে দেওয়ার অনুমতি দেওয়া হবে। 

ভারতীয় সরকার বলছে, দেশটির সামগ্রিক খাদ্য নিরাপত্তা এবং প্রতিবেশী এবং দুর্বল দেশগুলোর সমর্থনের প্রয়োজনে গম রপ্তানিকে ‘নিষিদ্ধ’ বিভাগের অধীনে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় সরকার অন্যান্য দেশগুলোর খাদ্য নিরাপত্তার চাহিদা মেটাতে এবং সেই দেশগুলোর সরকারের অনুরোধের ভিত্তিতে রপ্তানি করার অনুমতি দেবে।

বিশ্বের সবচেয়ে বেশি গম রপ্তানি করে রাশিয়া ও ইউক্রেন। কিন্তু রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর ভাটা পড়ে গম রপ্তানিতে। সেই সুবাদে গম আমদানির জন্য বিশ্বের বিভিন্ন দেশ ভারতের দিকে তাকিয়ে ছিল।

news