ভারতের আসাম ও অরুণাচলে বন্যায় ১২ জন নিহত
আসাম ও অরুণাচলে ১৪মের পর থেকে এখন পর্যন্ত বন্যা এবং ভূমিধসে ১২ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে অন্তত নয়জন। দ্য হিন্দু
অরুণাচল প্রদেশের কর্মকর্তারা জানায়, ১৫ মে রাত থেকে রাজ্যের রাজধানী ইটানগরের দুটি এলাকায় ভূমিধসের কারণে কমপক্ষে পাঁচজন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
বন্যায় আসামের ২৬ জেলার ৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধসের পর পাহাড়ি শহর দিমা হাসাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শহরটির সড়ক, ঘরবাড়ি ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে সড়ক ও রেললাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রাজ্যটিতে উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা উদ্ধারকাজে সহায়তা করছেন। তবে যান চলাচল ব্যাহত হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।


