২ হাজার টাকা থেকে ১ টাকা কম দিলে আমাকে সরাসরি চিঠি লিখুন: মমতা

বাংলায় ক্ষমতায় আসার পর সমব্যথী নামে একটি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধর্ম নির্বিশেষে গরিব মানুষ তাঁদের পরিবারের মৃত ব্যক্তির সৎকারের জন্য সরকার থেকে ২ হাজার টাকা করে পাবেন।

বৃহস্পতিবার ঝাড়গ্রামে তৃণমূলের কর্মী সম্মেলনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পষ্টাপষ্টি জানিয়ে দিলেন, ওই টাকা থেকে কেউ যদি কাটমানি খাওয়ার চেষ্টা করেন, তিনি বরদাস্ত করবেন না। তাঁর বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা হবে। মমতার কথায়, “২ হাজার টাকা আপনার প্রাপ্য। এর থেকে কম নেবেন না। যদি কেউ ১ টাকা কম দেয় আমাকে চিঠি লিখবেন, জেলা শাসককেও সরাসরি চিঠি দিয়ে জানাবেন। আর স্থানীয় পুলিশের কাছে এফআইআর দায়ের করবেন”।

অনেকের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই বার্তা প্রতীকী। এদিন সমব্যথী প্রকল্পের কথা তিনি বলেছেন বটে। কিন্তু হয়তো বোঝাতে চেয়েছেন, এটা সরকারি সব প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। বাংলা আবাস যোজনা, কন্যাশ্রী ইত্যাদি কোনও প্রকল্প থেকে কেউ যদি গরিব মানুষের টাকা মারার চেষ্টা করেন, তা হলে পুলিশি ব্যবস্থা নেবে সরকার।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news