ফের দাবদাহের কবলে পড়তে চলেছে রাজ্য! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
মঙ্গলবার সকাল থেকে পরিষ্কার আকাশ। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি যে বেলা বাড়তেই শুরু হবে, তা দিনের শুরু থেকেই ভাল বোঝা যাচ্ছে। আপাতত সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস থাকলেও জুনের শুরু থেকেই ফের একবার তীব্র গরমের মধ্যে পড়তে হবে অধিকাংশ রাজ্যবাসীকে। আবহাওয়া দফতর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার নাগাদ কলকাতার তাপমাত্রা ৩৯ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে পশ্চিমের জেলাগুলি, যেমন বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। তবে আবহাওয়া দফতরের তরফে এখনই তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি