ডিএ সংকট মোচন কি হবে? আজ সরকারি কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিয়ে জল্পনা
বকেয়া ডিএ-র দাবিতে অনড় সরকারি কর্মীরা। তারই মাঝে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক সরকারি কর্মীদের সংগঠনের। তাই ডিএ আন্দোলনের সমস্যা মিটবে কিনা তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসপন্থী সংগঠন ছাড়াও অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের সংগঠনও থাকতে পারে এই বৈঠকে বুধবার বিকেল ৩টেয় নবান্নে সভা গৃহে বৈঠক হওয়ার কথা। সেখানে ডিএ আন্দোলনকারী সরকারি কর্মীদের সংগঠন থাকবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ডিএ আন্দোলনকারীরা এখনও নিজেদের দাবিতে অনড় রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


