স্ত্রী তমালিকার মৃত্যুর পর থেকেই একাকীত্বে ভুগছিলেন লক্ষ্মণ? দ্বিতীয় বিয়ের পর যা জানাচ্ছেন কংগ্রেস নেতা
শেঠ। ২০১৬ সালে তমালিকা পণ্ডা শেঠের মৃত্যু হয়। এরপর থেকে একাই থাকতেন লক্ষ্মণ শেঠ। আজ মঙ্গলবার সবার নজর এড়িয়েই কলকাতার মানসী দে'কে বিয়ে করেন। ইতিমধ্যে বিবাহের খবর নিশ্চিত করেছেন প্রাক্তন সাংসদ, বর্তমান কংগ্রেস নেতা। পাত্রী মানসী কলকাতার ফুলবাগানের বাসিন্দা বলে জানা গিয়েছে।
ওই মহিলাও একজন কংগ্রেসের সক্রিয় নেত্রী বলে জানা গিয়েছে। পাশাপাশি ব্যবসা রয়েছে বলে জানা যাচ্ছে। তবে স্ত্রীয়ের পরিচয়ের ব্যপারে নিজে মুখে অবশ্য কিছু বলতে চাননি লক্ষ্মণ শেঠ নিজে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


