অশান্ত মণিপুরে চুরি চার হাজার অস্ত্র! মায়ানমারে জঙ্গিদের কাছে তা গিয়েছে বলে শঙ্কা
দিনের পর দিন কেটে গেলেও এখনও অশান্ত মণিপুর! পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে নামানো হয়েছে সেনাবাহিনীকে। পরিস্থিতি শান্ত করতে ইতিমধ্যে মণিপুর পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আর এর মধ্যেই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। হাজার হাজার অস্ত্র মণিপুর থেকে লুঠ করা হয়েছে বলে আশঙ্কা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। শুধু তাই নয়, চুরি যাওয়া অস্ত্রের বড় একটা অংশ মায়ানমারে জঙ্গিদের হাতে পৌঁছে গিয়েছে বলেও আশঙ্কা গোয়েন্দাদের। গোয়েন্দাদের আশঙ্কা অন্তত ৪ হাজার অস্ত্র লুঠ হয়ে গিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


