পটনায় নীতীশ কুমারের ডাকে বিরোধীদলগুলির বৈঠক! যেসব দল এখনও উপস্থিতি নিশ্চিত করেনি
২০২৪-এর নির্বাচনে নরেন্দ্র মোদী নির্বাচনী লড়াইয়ে নামবেন, তৃতীয়বার ক্ষমতায় থাকার বাসনা নিয়ে। অন্যদিকে বিরোধীদের চেষ্টা বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয়। সেই লক্ষ্যে ১২ জুন পটনায় বিরোধীদের বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। সেখানে বেশ কিছু দল উপস্থিত থাকার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছে। আবার অনেক দল এখনও পর্যন্ত তা দেয়নি।
যেহেতু পটনায় বৈঠক এবং নীতীশ কুমার সেই বৈঠকের আমন্ত্রণ করেছেন, সেই কারণে সেখানকার সরকারে অংশগ্রহণকারী তিন দল জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস ১২ জুনের বৈঠকে অংশগ্রহণ করবে বলে ধরে নেওয়া যায়। আলাদা করে কংগ্রেস নেতা পি চিদাম্বরম বলেছিলেন, কংগ্রেসের বিশ্বাস সেই বৈঠকে সব অ-বিজেপি দল একসঙ্গে মিলিত হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


