গত ৩৬ বছরে দিল্লিতে শীতলতম মে মাস! বাংলা-বিহারে তাপপ্রবাহের সতর্কতা

মে মাসে বিহার কিংবা পশ্চিমবঙ্গের মতো রাজ্যে তাপপ্রবাহ থাকলেও, দিল্লিতে ছিল অন্য পরিস্থিতি। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩৬ বছরে দিল্লিতে মে মাস ছিল শীতলতম। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে গড় তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে।

 আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯৮৭ সালের মে মাসে দিল্লির গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আর এই বছরের মে মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা ১৯৮৭ সালের পরে সর্বনিম্ন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news