মনিপুরে অস্থিরতার মধ্যে বড় পদক্ষেপ!কে সরাল কেন্দ্র, হবে তদন্তও
মনিপুরের হিংসার ঘটনার তদন্ত হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়ে করার ঘোষণার মধ্যেই বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এদিনই সরিয়ে দেওয়া হয়েছে সেখানকার ডিজিপিকে। সেখানে নিযুক্ত করা হয়েছে ত্রিপুরা ক্যাডারের আইপিএস রাজীব সিংকে।
প্রসঙ্গ উল্লেখ্য গতমাসের প্রথম থেকে মনিপুরে হওয়া হিংসায় ৮০ জনের বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বর্তমান ডিজিপি পি ডুঞ্জেলকে স্বরাষ্ট্র বিভাগে বদলি করা হয়েছে। মনিপুরের ডিজিপি নিযুক্ত হওয়া রাজীব সিং এর আগে সিআরপিএফ-এর মহানির্দেশকের পদে ছিলেন। গত ২০ মে তাকে ডেপুটেশনে মনিপুরে পাঠানো হয়েছিল। এই মুহূর্তে একজন অউপজাতি এবং মেইতেই নন এমন একজন ডিজিপিকে নিযুক্ত করে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল সম্ভাব্য বিতর্ক এড়ানো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


