'অস্ত্র ছাড়ুন', হুঁশিয়ারি অমিত শাহের, শান্তি রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

আর নরমে-গরমে নয় এবার কড়া বার্তা দিলেন অমিত শাহ। তিনি এবার রীতিমত হুঁশিয়ারি দিয়েছেন। অমিত শাহ বলেছেন যাঁরা অশান্তি করছেন তাঁরা অবিলম্বে অস্ত্র সম্বরণ করুন। নইলে ফল ভাল হবে না। আদালতের নির্দেশের পরেই এই অশান্তি শুরু হয়েছে সেকারণে একটি বিচারবিভাগীয় কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন তিনি।

এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে চলবে এই কমিটি। মণিপুরের হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন অমিত শাহ। সেই সঙ্গে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। শান্তি রক্ষায় কড়া নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তিনদিনের সফরে মণিপুরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি মণিপুরে পৌঁছেই আগে মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন। তাঁদের কাছ থেকে মণিপুরের সব পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন তিনি। তারপরেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান অমিত শাহ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news