হাতের এক টানে উঠে আসছে আস্ত পিচের রাস্তা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

পিচ ঢালা রাস্তা উঠে আসছে হাতের টানে। যেন পিটের চাদর বিছিয়ে দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের গ্রামের এই উন্নয়নের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মহারাষ্ট্রের জালানা জেলার আম্বাদ তালুকে ঘটেছে এই ঘটনা।

৩৮ সেকেন্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিও ক্লিপে দেখা গিয়েছেন, একেবারে নতুন তৈরি পিচের রাস্তা হাতের এক টানেই চাদরের মত উঠে আসছে। গ্রামবাসীরা খালি হাতেই সেই পিেচর রাস্তা টেনে তুলে দেখিয়ে দিয়েছেন ভিডিওতে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের আওতায় তৈরি রাস্তা এটি। তাতেই এই ঘটনা ঘটেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news