নীতীশ-খাড়গে না রাহুল বিরোধী ঐক্যে প্রধান মুখ কে, মমতা কি তবে গুরুত্ব হারাচ্ছেন?  

 বিরোধী ঐক্যের নেতৃত্বে কে? ১২ জুন পাটনায় বসছে হাইভোল্টেজ বৈঠক। কিন্তু বৈঠক যত এগিয়ে আসছে তত জল্পনার পারদ চড়ছে। ইতিমধ্যেই তিন নেতার নাম উঠে আসছে।

 রাহুল গান্ধী, নীতীশ কুমার এবং মল্লিকার্জুন খাড়গে। কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু শোনা যাচ্ছে না। এদিকে বিরোধী ঐক্য নিয়ে ২০২১ সালের পর প্রথম বিরোধী ঐক্য নিয়ে তৎপর হয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিকবার দিল্লিতে গিয়ে অবিজেপি দলগুলির সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। এমনকী সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তেমন ভাবে বিরোধী ঐক্যে জোয়ার আসেনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news