বড় বড় পাথরের চাঁই গড়িয়ে পড়ছে রাস্তায়, উত্তরাখণ্ডে ভয়ঙ্কর বিপর্যয়
পর্যটনের মরশুম এখন। উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় পর্যটকদের ঢল। তারই মাধে ধারচুলার কাছে ঘটেছে বড় বিপর্যয়। হঠাৎ করে রাস্তায় নেমে এসেছে পাহাড়ের একটা অংশ। বড় পাথরের চাঁই ছড়িয়ে পড়েছে রাস্তার উপরে। তার জেরে দুই দিকে পর্যটকদের গাড়ি আটকে গিয়েছে।
প্রায় ৩০০ পর্যটক আটকে গিয়েছে সেখানে। পিথোরাগড়ের কাছে লিপুলেখ-তোয়াঘাট সড়কের মাঝে ধস নেমেছে। তার জেরে ধারচুলার কাছে ৪৫ কিলোমিটার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে ধসের কারণে। ২ দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ির সারি। একের পর এক গাড়ি বোঝাই পর্যটক আটকে রয়েছে। আগামী ২ দিন সেই সড়কে যান চলাচল করা যাবে না বলে জানানো হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি