দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কতা, প্রয়োজন ছাড়া না বেরোনোর পরামর্শ
পারদ চড়তে চলেছে রাজ্যে! তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। একাধিক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে চলেছে।
একই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে কয়েকটি জেলাতে সামান্য বৃষ্টি হলেও আবহাওয়ার তেমন কোনও প্রভাব পড়বে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে প্রখর রোদ। কার্যত গলদঘর্ম অবস্থা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি