যোগ দিবসের আগে বিশেষ বৈঠকে যোগী! জারি একাধিক গাইডলাইন

 আগামী ২১ জুন যোগ দিবস! গোটা দেশেই পালন হবে এই যোগ দিবস। আর তার আগে মন্ত্রী এবং আধিকারিকদের নিয়ে  বৈঠক করলেন যোগী আদিত্যনাথ। মূলত যোগ দিবসের আগাম প্রস্তুতি হিসাবে এই বৈঠক করা হয়েছে। বৈঠক শেষে বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে।

 যোগ খুবই গুরুত্বপূর্ণ। মনের শান্তি বজায় রাখতেও সাহায্য করে থাকে। কতটা গুরুত্বপূর্ণ যোগ তা গোটা বিশ্বকে চিনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলে রাখা প্রয়োজন গত কয়েক বছর ধূমধাম করেই যোগদিবস পালন করা হচ্ছে গোটা দেশজুড়ে। এবারও সেই প্রস্তুতি শুরু হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news