মাতৃভূমি যোজনা উদ্বোধন যোগী আদিত্যনাথের, ৩৭০টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কার
উত্তরপ্রদেশে মাতৃভূমি যোজনা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেইসঙ্গে ৩৭০টি গ্রাম পঞ্চায়েতকে পুরস্কার বিতরণ করেছেন তিনি। মাতৃভূমি যোজনার উদ্বোধন করে তিনি জানান, গ্রামের মতো শহরাঞ্চলেও শুরু হবে এই কাজ
। এই যোজনায় সবাইকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, "মা ও মাতৃভূমি স্বর্গের চেয়েও বড়। তাদের মধ্যে কোনো তুলনা হতে পারে না। তাই মাতৃভূমি যোজনার আওতায় সবাইকে আনার পরিকল্পনা। আমাদের সরকার বর্তমানে গ্রামীণ এলাকায় এই প্রকল্প বাস্তবায়ন করেছে। এবার আমরা শহরাঞ্চলেও মাতৃভূমি প্রকল্প বাস্তবায়ন করব। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা"
এনবিএস/ওডে/সি


