দুর্ঘটনা নিয়ে কোনও রাজনীতি নয়! দুর্ঘটনার মূল কারণ খোঁজার আশ্বাস অশ্বিনী বৈষ্ণবের  

একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে করমণ্ডল এক্সপ্রেস। একটা আস্ত ট্রেনের ইঞ্জিন উঠে গিয়েছে মালগাড়ির উপর। একটা জায়গার পর কার্যত উড়ে গিয়েছে রেলের লাইনও। ভয়ঙ্কর অবস্থা। এই পরিস্থিতিতে শনিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। শুধু তাই নয়, উদ্ধারকারী দলের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাতেই উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, একেবারে সমূলে গিয়ে গোটা ঘটনার আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news