মৃতের সংখ্যা বেড়ে ২৩৩, উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ
ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মৃতের সংখ্যা। রাত গড়িয়ে সকাল। মৃতের সংখ্যা বেড়ে ২৩৩। প্রায় ৯০০ এরও বেশি মানুষ ভয়াবহ এই ঘটনায় আহত। যাদের মধ্যে বড় একটা অংশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, ধ্বংসস্তুপের মধ্যে দিয়ে একের পর এক দেহ বেরিয়ে আসছে বলেও জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে তা স্পষ্ট নয়। অন্যদিকে ঘটনায় ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তার মুল কারন জানা প্রয়োজন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


