কবচ’ তত্ত্ব সার! মিলল না সুরক্ষা, মোদীর মন্ত্রীকে পাশে নিয়ে রেলের ‘সহজপাঠ’ মমতার
ওড়িশার বালেশ্বরে কলমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় রক্ষা কবচ ফর্মুলাও ফেল করেছে। কারণ এই করমণ্ডল এক্সপ্রেসে 'কবচ ছিল না। সেই কারণেই ঘটে গিয়েছে শতাব্দীর সবথেকেবড় দুর্ঘটনা। যার খেসারত দিতে হয়েছে হাজার মানুষকে। প্রাণ চলে গিয়েছে তিন শতাধিক।
আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শত শত মানুষ। শনিবার ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদীর মন্ত্রীকে পাশে দাঁড় করিয়েই তিনি পড়ালেন 'রেলের সহজপাঠ'। তিনি সাফ জানিয়ে দিলেন, কিছু একটা ঘটেছে। তা না হলে এত ঘটা করে কবচের ব্যবস্থা সত্ত্বেও কেন কবচ রইল না করমণ্ডল এক্সপ্রেসে। কেন মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা হল? সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি


