ট্রেন দুর্ঘটনায় হতাহত বাংলার পরিযায়ী শ্রমিকরা, মমতা সরকারের নীতি ঘিরে প্রশ্ন
লকডাউনের সময় বাড়ি ফিরতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন অসংখ্য পরিযায়ী শ্রমিক। তাঁদের মধ্যে বাংলার অনেকেই ছিলেন। করমণ্ডল এক্সপ্রেসে হতাহতদের মধ্যে রয়েছেন এ রাজ্যের অনেক পরিযায়ী শ্রমিক। বিভিন্ন জেলার কেউ প্রাণ হারিয়েছেন, কেউ আহত, কেউ নিখোঁজ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের নানা আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। পোর্টাল খুলে কর্মসংস্থানের কথাও বলেন। কিন্তু তাতে যে কাজের কাজ বিশেষ হয়নি, ভিনরাজ্যে মানুষের কাজ করতে যাওয়াতেই প্রমাণিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি