জ্বর-মাথাব্যথা-সহ ১৪ টি  ড্রাগের ওপরে নিষেধাজ্ঞা কেন্দ্রের! তালিকায় বহুল ব্যবহৃত ওষুধও


 বেশ কিছু এফডিসি অর্থাৎ ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধকে নিষেধাজ্ঞার তালিকার এনেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে প্যারাসিটামল এবং নিমুসুলাইডের মতো বহুল ব্যবহত ওষুধও। ওই ওষুধগুলি খুব তাড়াতাড়ি রোগ মুক্তি করলেও সেখানে ঝুঁকি রয়েছে। যে কারণে বিশেষজ্ঞ কমিটির মতামতের ওপর নির্ভর করে এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

 এই ওষুধগুলিকে নিষিদ্ধ ঘোষণা করপে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানা গিয়েছে সরকারে বিশেষজ্ঞ কমিটি গত বছরের এপ্রিলে তাদের রিপোর্ট জমা দিয়েছিল। সেখানে বলা হয়েছে ওইসব ওষুধ দিয়ে চিকিৎসার কোনও যৌক্তিকতা নেই। যেসব ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলি হল,সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news